ঐতিহাসিক দিন, এবার রাজ্যসভাতে ইতিহাস গড়ার পথে মহিলা সংরক্ষণ বিল

আজ রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই এই তারিখ ইতিহাসের পাতায় লেখা থাকবে।

author-image
SWETA MITRA
New Update
arjun megh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবারও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ভারত। জানা গিয়েছে, আজ রাজ্যসভায় পেশ করা হবে মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill)। আলোচনার জন্য সাড়ে সাত ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। আলোচনার পর বিলটি পাস করা হবে। এই বিলটি লোকসভায় পাস হয়েছে গতকাল। এমন পরিস্থিতিতে বলা যায়, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বিলটি বিরোধী দলের সমর্থনও পাচ্ছে। তবে বিরোধীদের তরফ থেকে ক্রমাগত কিছু প্রশ্ন উত্থাপিত হচ্ছে, যেমন ওবিসি মহিলাদের এতে কোটা দেওয়ার দাবি। এটা কবে বাস্তবায়িত হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিরোধীরা অবিলম্বে এটি বাস্তবায়নের দাবি জানিয়েছে। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) বলেছেন, ‘গতকাল লোকসভায় একটি ঐতিহাসিক দিন ছিল। সবাই নারী শক্তি বন্দনাকে অভিনন্দন জানাচ্ছিল। কিছু লোক এটিকে রাজনৈতিক করার চেষ্টা করেছিল এবং আমরাও এর জবাব দিয়েছি। আজ রাজ্যসভায় এ নিয়ে আলোচনা হবে। আজ সারাদিন আলোচনা হবে, চন্দ্রযান নিয়েও কথা হবে।‘