ঐতিহাসিক দিন, এবার রাজ্যসভাতে ইতিহাস গড়ার পথে মহিলা সংরক্ষণ বিল

আজ রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই এই তারিখ ইতিহাসের পাতায় লেখা থাকবে।

author-image
SWETA MITRA
New Update
arjun megh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবারও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ভারত। জানা গিয়েছে, আজরাজ্যসভায়পেশকরাহবেমহিলাসংরক্ষণবিল (Women's Reservation Bill)।আলোচনারজন্যসাড়েসাতঘণ্টাসময়নির্ধারণকরাহয়েছে।আলোচনারপরবিলটিপাসকরাহবে।এইবিলটিলোকসভায়পাসহয়েছে গতকাল।এমনপরিস্থিতিতেবলাযায়, নারীরক্ষমতায়নেরক্ষেত্রেআজকেরদিনটিঅত্যন্তগুরুত্বপূর্ণএকটিদিন।বিলটিবিরোধীদলেরসমর্থনওপাচ্ছে।তবেবিরোধীদেরতরফথেকেক্রমাগতকিছুপ্রশ্নউত্থাপিতহচ্ছে, যেমনওবিসিমহিলাদেরএতেকোটাদেওয়ারদাবি।এটাকবেবাস্তবায়িতহবে, তানিয়েওপ্রশ্নরয়েছে।বিরোধীরাঅবিলম্বেএটিবাস্তবায়নেরদাবিজানিয়েছে।আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) বলেছেন, ‘গতকাল লোকসভায় একটি ঐতিহাসিক দিন ছিল। সবাই নারী শক্তি বন্দনাকে অভিনন্দন জানাচ্ছিল। কিছু লোক এটিকে রাজনৈতিক করার চেষ্টা করেছিল এবং আমরাও এর জবাব দিয়েছি। আজ রাজ্যসভায় এ নিয়ে আলোচনা হবে। আজ সারাদিন আলোচনা হবে, চন্দ্রযান নিয়েও কথা হবে।‘