/anm-bengali/media/media_files/zdQVwvlaUIUWl1MrDU3L.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবারও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ভারত। জানা গিয়েছে, আজরাজ্যসভায়পেশকরাহবেমহিলাসংরক্ষণবিল (Women's Reservation Bill)।আলোচনারজন্যসাড়েসাতঘণ্টাসময়নির্ধারণকরাহয়েছে।আলোচনারপরবিলটিপাসকরাহবে।এইবিলটিলোকসভায়পাসহয়েছে গতকাল।এমনপরিস্থিতিতেবলাযায়, নারীরক্ষমতায়নেরক্ষেত্রেআজকেরদিনটিঅত্যন্তগুরুত্বপূর্ণএকটিদিন।বিলটিবিরোধীদলেরসমর্থনওপাচ্ছে।তবেবিরোধীদেরতরফথেকেক্রমাগতকিছুপ্রশ্নউত্থাপিতহচ্ছে, যেমনওবিসিমহিলাদেরএতেকোটাদেওয়ারদাবি।এটাকবেবাস্তবায়িতহবে, তানিয়েওপ্রশ্নরয়েছে।বিরোধীরাঅবিলম্বেএটিবাস্তবায়নেরদাবিজানিয়েছে।আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) বলেছেন, ‘গতকাল লোকসভায় একটি ঐতিহাসিক দিন ছিল। সবাই নারী শক্তি বন্দনাকে অভিনন্দন জানাচ্ছিল। কিছু লোক এটিকে রাজনৈতিক করার চেষ্টা করেছিল এবং আমরাও এর জবাব দিয়েছি। আজ রাজ্যসভায় এ নিয়ে আলোচনা হবে। আজ সারাদিন আলোচনা হবে, চন্দ্রযান নিয়েও কথা হবে।‘
#WATCH | Women's Reservation Bill | Union Law Minister Arjun Ram Meghwal says, "In Rajya Sabha, it will be brought through Supplementary Business as we were late in Lok Sabha yesterday. Lok Sabha Secretariat knows better about it. But I can tell you that discussion will be held… pic.twitter.com/dQKFL4iBWE
— ANI (@ANI) September 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us