মোদী সরকারের বন্ধুত্বের হাত! অপেক্ষায় বিআরএস নেত্রী

নতুন সংসদ ভবনের বিশেষ অধিবশনে লোকসভায় পেশ নারী সংরক্ষণ বিল। সরকারের বন্ধুত্বের হাত বাড়ানো উচিত। এমনটাউ মনে করছেন বিআরএস এমএলসি কবিতা।

author-image
Pallabi Sanyal
New Update
dew


নিজস্ব সংবাদদাতা : দেশ থেকে রাজ্য, আলোচনার চর্চায় নারী সংরক্ষণ বিল। কেন্দ্রের মোদী সরকারের এ বিষয়ে বন্ধুত্বের হাত বাড়ানো উচিত বলে মন্তব্য করলেন বিআরএস এমএলসি কবিতা। তিনি বলেন, "আমি খুশি যে বিলটি পেশ করা হয়েছে৷ এটি ইতিমধ্যেই লোকসভায় রয়েছে।  আমরা সত্যিই আশা করছি যে এটি আগামীকাল লোকসভায় পাশ হবে এবং রাজ্যসভায় যাবে৷ যত তাড়াতাড়ি সম্ভব  পাশ হয়ে যাক। আমি গতকাল যা প্রকাশ করছিলাম সেই উদ্বেগ সত্যি হয়েছে কারণ রাজ্যসভায় বিভিন্ন দলের ঐকমত্যের সাথে তা উপস্থাপন করা, ক্ষমতাসীন সরকারের বন্ধুত্বের হাত প্রসারিত করা অপরিহার্য। আশা করি সরকার এটা করতে এগিয়ে আসবে।"