New Update
/anm-bengali/media/media_files/XexvTlcd2QUZwO1KYnBM.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পেশ হচ্ছে ২০২৪-২০২৫ অর্থবর্ষের বাজেট অধিবেশন। বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেখানেই দেশের মহিলাদের ওপর জোর দিলেন তিনি। এবারের বাজেটে অন্যতম মূল লক্ষ্য আরও বেশি করে মহিলাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করা। আরও শক্তিশালী করা হবে নারী শক্তিকে। এর জন্যে বিভিন্ন কোম্পানীর সহায়তায় আরও ওয়ার্কিং মহিলাদের হোস্টেল তৈরি করা হবে। যাতে কর্মক্ষেত্রে তারা সহজেই থাকতে পারেন, এবং কাজে মনোনিবেশ করতে পারেন।
/anm-bengali/media/media_files/hFpOcbnPNr6DhhrJVh9P.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us