/anm-bengali/media/media_files/2025/03/08/23tyhilm-629839.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ গোটা বিশ্ব জুড়েই চলছে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন। বিশ্বের সকল স্তরের নারীকেই জানানো হচ্ছে বিশেষ সম্মান। আজকের দিনে দাঁড়িয়ে যে নারীরা সকল কর্মেই সিদ্ধহস্ত, তা মেনে নিয়েছে সমগ্র বিশ্বই। ‘আমরা নারী, আমরা সব পারি’ এই মন্ত্র আজ যেন অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। এবার সেই সম্মানের ছবিই ধরা পড়ল মুম্বইয়ের মেট্রো স্টেশনে। কান্দিভালির আকুরলি মেট্রো স্টেশনটি সম্পূর্ণ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত। আর এদিন তাদেরকেই বিশেষ সম্মান জানানো হল।
/anm-bengali/media/media_files/2025/03/08/2377iokhjl-520542.png)
মেট্রো ট্রেনের অপারেটর, নিকিতা মহেন্দ্র ধনওয়াড়ে এদিন এই প্রসঙ্গে বলেন, “প্রত্যেক যাত্রীর প্রতি আমাদের বিশাল দায়িত্ব। একজন সরকারি কর্মকর্তা হওয়া এবং একজন মহিলা হওয়া, নিজের পায়ে দাঁড়ানো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নারীদের বলতে চাই নিজেদের শক্তিশালী করুন এবং স্বাবলম্বী হোন। প্রথম পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ”।
#WATCH | International Women's Day | Mumbai | Metro Train operator, Nikhita Mahendra Dhanawade says, "We have a huge responsibility towards every passenger... It feels good to be a government official and being a woman, standing on your own feet is a very important thing for… https://t.co/tOaCdJh1lEpic.twitter.com/qEQvXXFfSC
— ANI (@ANI) March 8, 2025
/anm-bengali/media/media_files/2025/03/08/23tghjk-224299.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us