/anm-bengali/media/media_files/9Q1ndAPBD3VeOuJTxQWy.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃমণিপুরের ঘটনায় লজ্জায় পড়েছে দেশ। বিগত কয়েক মাস ধরে দুই জনজাতির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মণিপুরে প্রকাশ্যে এসেছে মহিলা নিগ্রহের লজ্জাজনক ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। বুধবার ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে সরব হন সকলে। এই ঘটনার পর ভাইরাল ভিডিও দেখে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ দেখালেন মহিলা কংগ্রেস কর্মী ও নেত্রীরা।
#WATCH | Women Congress workers and leaders protest at Jantar Mantar in Delhi over Manipur situation, demand resignation of CM N Biren Singh pic.twitter.com/jRxpS9jo76
— ANI (@ANI) July 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us