/anm-bengali/media/media_files/O7hOaW3dr3OcOAMQFnQu.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের আলিগড়ের রোরাওয়া এলাকায় স্বামীর ইচ্ছের দাম দিতে হল স্ত্রীকে। চাঞ্চল্যকর এই ঘটনা পড়লে চমকে যাবেন। বেশ কিছু মাস আগেই বিয়ে হয়। স্ত্রীর গোপনাঙ্গ খানিকটা কালো থাকায় স্বামীর পছন্দ হয়নি। গোপনাঙ্গ ফরসা করতে চান তিনি। বাজার থেকে এক ধরনের গোপনাঙ্গ ফরসা করার ক্রিমও আনেন যেটা লাগালেই নাকি গোপনাঙ্গ চকচক করবে। ক্রিম লাগানোর পর মহিলার অজান্তেই গোপন অঙ্গে অস্বাভাবিক জ্বালা হতে থাকে। গোপনাঙ্গের চামড়া পুড়ে যায়। অসম্ভব জ্বালায় স্ত্রীর ঘুম ভেঙে গেলে স্বামীর কাণ্ড দেখে চমকে ওঠেন। স্বামীর নামে পুলিশে অভিযোগ দায়ের করেন।