Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/O16JW9Ox3ONFM0kgy1rL.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: টিনের ছাউনিতে থাকেন। ঘরে জ্বলে দু’টি বাল্ব। অথচ মাসের শেষে বিদ্যুতের বিল এসেছে ১ লক্ষ টাকা। এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল কর্ণাটক। গিরিজাম্মা নামের এক বর্ষীয়ান মহিলা ভাগ্যনগরের কোপ্পাল তালুকে থাকেন। বিলের অঙ্ক দেখে বিশ্বাসই করতে পারছেন না।
বিলটি ১.০৩ লক্ষ টাকার। রাজ্য সরকারের ভাগ্যজ্যোতি প্রকল্পের অধীনে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন ওই মহিলা। বিপিএল কার্ড থাকলে তবেই পাওয়া যায় রাজ্য সরকারের ভাগ্যজ্যোতি প্রকল্প। অর্থাৎ ন্যূনতম খরচে বিদ্যুৎ পাওয়ার কথা তাঁর। আর তাঁরই এমন অবিশ্বাস্য বিল এসেছে। এতদিন বিল আসত ৭০-৮০ টাকার। বিদ্যুৎ সংযোগ দফতরের সঙ্গে যোগাযোগ করার পর তাঁকে বলা হয়েছে যে যা লেখা আছে বিলে তা দিতেই হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us