মা দক্ষিণা কালী মন্দিরে খোলা তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দুজন ভক্ত ! মর্মান্তিক দুর্ঘটনা পুরীতে

ঠিক কি ঘটলো পুরীতে ?

author-image
Debjit Biswas
New Update
Accident

নিজস্ব সংবাদদাতা : উৎসবের রাতেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ওড়িশায়। আজ ওডিশার পুরী জেলার সত্যবাদী ব্লকের বিরাগোবিন্দপুর গ্রামের, মা দক্ষিণা কালী মন্দিরের কাছে একটি খোলা তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দু'জন ভক্ত (একজন পুরুষ ও একজন মহিলা)। এই দুর্ঘটনাটি ঘটার সাথে সাথেই তাদের স্থানীয় সখিগোপাল কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ এই বিষয়ে তদন্তে নেমেছে। 

publive-image