/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : গোয়ার আরপোরায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে ৮ জনই নেপালি নাগরিক বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত এই নেপালি কর্মীদের মধ্যে দু'জনের দেহ শনাক্ত করার পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নাইটক্লাবের কর্মী হিসেবে কর্মরত এই আটজন নেপালি শ্রমিকের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। এঁদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে ভারতেই বসবাস করছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
সোমবার পর্যন্ত নিহত নেপালি নাগরিকদের মধ্যে দু'জনের দেহ তাদের পরিবারের সদস্যরা গ্রহণ করেছেন। বাকিদের দেহ শনাক্তকরণ এবং হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই কঠিন সময়ে নিহতদের পরিবারবর্গ গোয়া সরকারের কাছ থেকে পূর্ণ সমর্থন ও সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে দেহ শনাক্তকরণ, ময়নাতদন্ত এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার ক্ষেত্রে পরিবারগুলিকে সহায়তা করা হয়েছে।
VIDEO | Two bodies of Nepali nationals who lost their lives in the Arpora nightclub fire have been claimed. In total, eight Nepali workers died in the tragic incident, some of whom had been residing in India.
— Press Trust of India (@PTI_News) December 8, 2025
The families of the victims have expressed their gratitude to the Goa… pic.twitter.com/LsZtrjtMPF
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us