গোয়ার নাইটক্লাব অগ্নিকাণ্ড ! নিহত ৮ জনই নেপালি শ্রমিক, ২ জনের দেহ শনাক্ত করে পরিবারের হাতে হস্তান্তর

দেখে নিন এই মুহূর্তের আপডেট।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গোয়ার আরপোরায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে ৮ জনই নেপালি নাগরিক বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত এই নেপালি কর্মীদের মধ্যে দু'জনের দেহ শনাক্ত করার পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নাইটক্লাবের কর্মী হিসেবে কর্মরত এই আটজন নেপালি শ্রমিকের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। এঁদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে ভারতেই বসবাস করছিলেন।

Fire

সোমবার পর্যন্ত নিহত নেপালি নাগরিকদের মধ্যে দু'জনের দেহ তাদের পরিবারের সদস্যরা গ্রহণ করেছেন। বাকিদের দেহ শনাক্তকরণ এবং হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই কঠিন সময়ে নিহতদের পরিবারবর্গ গোয়া সরকারের কাছ থেকে পূর্ণ সমর্থন ও সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে দেহ শনাক্তকরণ, ময়নাতদন্ত এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার ক্ষেত্রে পরিবারগুলিকে সহায়তা করা হয়েছে।