চন্দ্রযান ৩-এর পর আদিত্য এল ১! সাক্ষী থাকুন ঐতিহাসিক আরেক মুহূর্তের

চাঁদকে ছোঁয়ার পর এবার টার্গেট সূর্য! আগামীকালই রওনা হচ্ছে ইসরোর সৌরযান। আরেকটি পালক জুড়তে চলেছে ভারতের মুকুটে। ইসরোর ইউটিউব ও ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে সেই বিশেষ মুহূর্ত।

author-image
Pallabi Sanyal
New Update
112

নিজস্ব সংবাদদাতা : সদ্যই এক ইতিহাস তৈরির সাক্ষী থেকেছে দেশবাসী। আবারো এক ইতিহাস রচনার সাক্ষী হতে চলেছি আমরা। সেই শুভ দিুন আগামীকালই। চন্দ্রযান ৩ সাফল্যের সঙ্গে চাঁদের দেশে পাড়ি দেওয়ার পর এবার পালা আদিত্য এল ১ এর সূর্যের দেশে পাড়ি দেওয়ার। শনিবার সকাল ১১ টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে ভারতের প্রথম সৌরযান। বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে আপনাদের চোখ রাখতে হবে ইসরোর সামাজিক মাধ্যমের পেজগুলিতে।ইসরোর তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১১ টা ২০ মিনিট থেকে আদিত্য-এল ১ মিশনের সরাসরি সম্প্রচার শুরু হবে। অর্থাৎ উৎক্ষেপণের ৩০ মিনিট আগে থেকে সেই ঐতিহাসিক মুহূর্তের সরাসরি সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। এছাড়াও আদিত্য এল ১ এর উৎক্ষেপনের সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন এএনএম নিউজের ফেসবুক পেজে।

impact