বিমানবন্দরে ৫০টি সোনার চেইনসহ গ্রেফতার ৮ যাত্রী

আবারও শিরোনামে উঠে এল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে ৮ জন যাত্রীকে আটক করা হয়েছে। এদিন তাঁদের আটক করেছে কাস্টমস।

author-image
SWETA MITRA
New Update
gold cus.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সোনার জিনিস সহ একাধিক লোককে বিমানবন্দর থেকে আজ বুধবার গ্রেফতার করা হল। জানা গিয়েছে, দিল্লিরইন্দিরাগান্ধীআন্তর্জাতিকবিমানবন্দরেরবিমানবন্দরকাস্টমসতাসখন্দথেকেআসাআটযাত্রীরকাছথেকে.৯৩কোটিটাকামূল্যের৫০টি সোনার চেইন উদ্ধার করেছে। জিনিসগুলির ওজন ৫.৩১কেজি। আরওতদন্তচলছেবলে জানিয়েছেকাস্টমস।