'৯০-এর মধ্যে ৬৫-এর বেশি আসন জিতবে, কংগ্রেসের হয়ে বার্তা অমিত শাহের!'

এবার অমিত শাহকে নিশানা করলেন ভূপেশ বাঘেল। 

author-image
Aniket
New Update
amit telaa.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে নির্বাচন রয়েছে। ছত্তিশগড় নির্বাচনে বিজেপির জয় হবে বলে দাবি করেছেন অমিত শাহ। এবার এই বিষয়ে অমিত শাহকে কটাক্ষ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ভূপেশ বাঘেল বলেছেন, "গতবার তিনি বলেছিলেন ৬৫ প্লাস আসন পাবেন। পরে দেখা যায় তিনি আমাদের (কংগ্রেসের) জন্য বলছিলেন। আমরা ৬৮ টি আসন পাই"। 

hiring 2.jpeg