দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে NDA ! ফলাফলের আগেই বড় দাবি করলেন সম্রাট চৌধুরী

ফের বিহারে ক্ষমতায় আসবে NDA ?

author-image
Debjit Biswas
New Update
HGJKJLK;.L/.

নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিহারের ফলাফল নিয়ে এক বড় দাবি করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বিহারে ফের সরকার গঠন করবে এনডিএ (NDA) এই বিষয়ে তীব্র আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

fghjkn

তিনি বলেন,''বিহারের জনগণ ফের একবার এনডিএ (NDA)-কে ভোট দিতে চায়। এই দফাতেও আমরা আশা করছি যে আমরা ১০০টিরও বেশি আসনে জয়ী হব। বিহারের জনগণ আমাদের দুই-তৃতীয়াংশের (two-thirds) বেশি আসন দেবে আর আবার তাদের সেবা করার সুযোগ দেবে।"