New Update
/anm-bengali/media/media_files/WMcUW8cGWcDpnyMODMBp.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিহারের ফলাফল নিয়ে এক বড় দাবি করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বিহারে ফের সরকার গঠন করবে এনডিএ (NDA) এই বিষয়ে তীব্র আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/e0GYo2f0d2Gr9LgqN3Jh.jpeg)
তিনি বলেন,''বিহারের জনগণ ফের একবার এনডিএ (NDA)-কে ভোট দিতে চায়। এই দফাতেও আমরা আশা করছি যে আমরা ১০০টিরও বেশি আসনে জয়ী হব। বিহারের জনগণ আমাদের দুই-তৃতীয়াংশের (two-thirds) বেশি আসন দেবে আর আবার তাদের সেবা করার সুযোগ দেবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us