ভুয়ো ভোটার ও ওয়াকফ বিল নিয়ে সংসদে সরব হবে তৃণমূল ! বড় দাবি করলেন সৌগত রায়

এই বিষয়ে আর কি কি বললেন সৌগত রায় ?

author-image
Debjit Biswas
New Update
sougata roywq.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ সংসদের বাজেট অধিবেশনে ভুয়ো ভোটার ও ওয়াকফ বিল নিয়ে তৃণমূল কংগ্রেস কড়া প্রশ্ন তুলবে, এমনটাই জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "আমরা সংসদে ভুয়ো ভোটারের বিষয়টি তুলতে চাই। ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশনারকে এ ব্যাপারে জানিয়েছি এবং আগামীকাল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের একটি  বৈঠক হওয়ার কথা রয়েছে।"

sougata royw1.jpg

 ওয়াকফ বিল প্রসঙ্গে তিনি বলেন, ''আমরা বরাবরই এই বিলের বিরোধিতা করেছি এবং সংসদে আবার আলোচনা হলে, আবারও আমরা আমাদের আপত্তি তুলে ধরব।"