নিজস্ব সংবাদদাতা : আজ সংসদের বাজেট অধিবেশনে ভুয়ো ভোটার ও ওয়াকফ বিল নিয়ে তৃণমূল কংগ্রেস কড়া প্রশ্ন তুলবে, এমনটাই জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "আমরা সংসদে ভুয়ো ভোটারের বিষয়টি তুলতে চাই। ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশনারকে এ ব্যাপারে জানিয়েছি এবং আগামীকাল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।"
/anm-bengali/media/media_files/ZVuzWb3PnZqDMVyPAAvN.jpg)
ওয়াকফ বিল প্রসঙ্গে তিনি বলেন, ''আমরা বরাবরই এই বিলের বিরোধিতা করেছি এবং সংসদে আবার আলোচনা হলে, আবারও আমরা আমাদের আপত্তি তুলে ধরব।"