New Update
/anm-bengali/media/media_files/wfvSLKIaAG822s7zz0K7.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ এ প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, নাহলে গলায় দড়ি দেবেন বিধায়ক সন্তোষ বাঙ্গার। বিধায়কের এহেন অদ্ভুত বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিধায়ক বলেন, "২০২৪ এ প্রধানমন্ত্রী রূপে নরেন্দ্র মোদী ছাড়া তিনি কাউকে ভাবছেন না। তাই প্রধানমন্ত্রী মোদী না হলে তিনি মুম্বইয়ের ভর চক এলাকায় গলায় দড়ি দেবেন।"