" নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে আপকে হারিয়ে সরকার গড়েছে বিজেপি। এবার গুজরাটে উপনির্বাচনে তার বদলা নেওয়ার পথে আপ। গুজরাটের ভিসাভাদর উপনির্বাচনে শেষ রাউন্ডের গণনাতেও অনেকটাই এগিয়ে আপ প্রার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। "