নিজস্ব সংবাদদাতা: সাতসকালে কেঁদে ফেলার মত খবর সামনে এল। নিখোঁজ ভারতীয় সেনার মৃতদেহ উদ্ধার হয়েছে। শহীদ ভারতীয় সেনার নাম প্রদীপ সিং। মাত্র ২৭ বছর বয়সে দেশের জন্য শহীদ হয়েছেন তিনি। ১৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন প্রদীপ সিং। তিনি কোকারনাগ অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন।
Srinagar, J&K | Sepoy Pradeep Singh (27), who was missing since 13th September, was found dead at approximately 5 pm on 18th September. He was part of Kokernag ops.