জোট গঠন নিয়ে বিজেপিতেই দ্বিমত!

জোট কি বাঁধবে বিজেপি (BJP) ও জেডিএস (JDS)?

author-image
SWETA MITRA
New Update
bjp jds.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি দুই দলের তরফে। আসন্ন ২০২৪ সালের লোকসভা ভোটে কি একে ওপরের সঙ্গে জোট বাঁধবে বিজেপি (BJP) ও জেডিএস (JDS)? এই নিয়ে দুই দলের মধ্যেই একপ্রকার দ্বিমত তৈরি হয়েছে। কেউ বলছেন হবে আবার কেউ বলছেন হতেও পারে আবার নাও হতে পারে। এদিকে এই দ্বিমতের মাঝেই বড় মন্তব্য করলেন কর্ণাটকের বিজেপি নেতা কেএস ঈশ্বরপ্পা। তিনি বলেন, "বিরোধীরা ২৮টি দলের জোট গঠন করেছে। তাদের সবার কি একই মতাদর্শ আছে? কর্ণাটকে কংগ্রেস সরকারকে উৎখাত করতে বড় ধরনের আন্দোলন চলছে, এ কারণেই বিজেপি ও জেডিএস একত্রিত হচ্ছে।“