“আগামীকাল যশোভাবনীর ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে অংশ নেব” — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘Innovate to Transform’ থিমে প্রযুক্তি ও টেলিকম খাতের উন্নয়ন নিয়ে হবে আলোচনা।

author-image
Aniket
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে তিনি আগামীকাল, ৮ অক্টোবর সকাল ৯টা ৪৫ মিনিটে, নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’-এ যোগ দেবেন।

এক্স (Twitter)-এ প্রধানমন্ত্রী লেখেন, “আমি আগামীকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে অংশ নেব, যার মূল ভাবনা ‘Innovate to Transform।’ এই প্ল্যাটফর্মে ভারতের টেলিকম সেক্টরে অগ্রগতির দিশা তুলে ধরা হবে এবং এই খাতে আরও বৃদ্ধি ও উদ্ভাবন বাড়াতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।”

এই কংগ্রেসে দেশের শীর্ষ প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্প নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা অংশ নেবেন বলে জানা গেছে। কেন্দ্র সরকারের মতে, এই অনুষ্ঠান ‘ডিজিটাল ইন্ডিয়া’ ও আত্মনির্ভর প্রযুক্তি উদ্যোগের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।