দেশদ্রোহী নন সোনম ! গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছুটে গেলেন স্ত্রী গীতাঞ্জলি

কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন সোনমের স্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
sonam

নিজস্ব সংবাদদাতা : পরিবেশকর্মী সোনম ওয়াংচুক-এর 'অবৈধ গ্রেপ্তারি'-র বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে এবার ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করলেন  তার স্ত্রী গীতাঞ্জলি আংমো। উল্লেখ্য,সোনম ওয়াংচুককে বর্তমানে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় (National Security Act - NSA) আটক করা হয়েছে এবং রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

Supreme court

মূলত লাদাখ-কে রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে চলমান বিক্ষোভের সময়,সেই বিক্ষোভে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সোনম ওয়াংচুককে আটক করা হয়। লেহ-তে এই বিক্ষোভ চলাকালীন এক ব্যাপক সহিংসতার ঘটনায় চারজন নিহত এবং ৮০ জন আহত হন। এই সহিংসতার পরেই সোনমকে এনএসএ (NSA)-এর অধীনে অভিযুক্ত করা হয়। এই কঠোর আইনটি ভারত সরকারকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বলে বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধে আগেভাগে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়।

সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, তাঁর স্বামী শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলেন। সুপ্রিম কোর্টে তাঁর এই আবেদনটি এই বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োগ এবং অধিকার কর্মীদের আটক করার বিষয়ে এক আইনি লড়াই শুরু করেছে।