BREAKING: স্বামীর নির্যাতনে আত্মহত্যা করলেন মহিলা ! খুনের দাবি তুললো পরিবার

কেন এই দাবি তুললো মৃতার পরিবার ?

author-image
Debjit Biswas
New Update
Suicide

নিজস্ব সংবাদদাতা : স্বামীর নির্যাতনে বিরক্ত হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন মুম্বইয়ের কান্দিভলি (পূর্ব) এলাকায় ৪৪ বছর বয়সী রেনু কাত্রে। তিনি মহারাষ্ট্র হাউসিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির সাব-রেজিস্ট্রার বাপু কাত্রের স্ত্রী ছিলেন। এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গেছে,''গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়ার পর রেনু কাত্রে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।'' তবে মৃতার ভাইয়ের অভিযোগ, ''এটি আত্মহত্যা নয়, বরং একটি খুন।'' তিনি জানান,''দীর্ঘদিন ধরেই রেনু স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন এবং শনিবার রাতের বিবাদের পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে।'' মুম্বই পুলিশ জানিয়েছে,''ভারতীয় দণ্ডবিধির বিএনএস ধারা ১০৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।''

Suicide