বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্প-পুতিন বৈঠক ! বড় দাবি করলেন প্রাক্তন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ সারণ

কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক ?

author-image
Debjit Biswas
New Update
putin trump

নিজস্ব সংবাদদাতা : আগামী ১৫ই আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে চলা ট্রাম্প-পুতিন বৈঠককে কেন্দ্র করে এক বড় দাবি করলেন প্রাক্তন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ সারণ। তিনি বলেন,''আগামী ১৫ই আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে চলা,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেকার বৈঠক শুধুমাত্র এই বছরেরই নয়, বরং সমসাময়িক বিশ্ব ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে।'' তিনি বলেন,''এই বৈঠকে ভূখণ্ড ইস্যুতে একাধিক আলোচনা হতে পারে এবং রাশিয়া-ইউক্রেন উভয়কেই কিছু আপস করতে হতে পারে। যদি রাশিয়া-আমেরিকার মধ্যে শান্তি ও সম্পর্ক আবার স্বাভাবিক হয়, তবে তা বিশ্বজুড়ে, বিশেষ করে ভারতের ওপর, এক বড় প্রভাব ফেলবে।''

trump putin trump

 তিনি আরও বলেন,''পুতিন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন, যা অবশ্যই এক ইতিবাচক ফলাফলের ইঙ্গিত দেয়।''