কেন নজরদারি? কে দিয়েছে দায়িত্ব? ব্য়াখ্যা চাইলেন বাম নেতা

পেগাসাস! অ্যাপেলের হ্যাক অ্যালার্টে মোদী সরকারের বিরুদ্ধে নজরদারির অভিযোগ নিয়ে এবার একের পর এক প্রশ্ন বাম নেতার।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : অ্যাপলের 'রাষ্ট্র-স্পন্সরড অ্যাটাক' বার্তা বিরোধীদের ফোনে! লোকসভা নির্বাচনের আগে নজরদারি মোদী সরকারের! মোদী সরকারকে নিশানা করে একগুচ্ছ প্রশ্ন তুললেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। তার প্রশ্ন,  কোনও সরকারি সংস্থাকে বিরোধী নেতাদের বিরুদ্ধে এই ধরনের নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে কি না,কেন এই সতর্কতা শুধুমাত্র বিরোধী নেতা এবং কিছু সাংবাদিকদের কাছে পৌঁছিয়েছে?কেন তারা ইসরায়েলি সংস্থার কাছ থেকে পেগাসাস কিনেছিল কিনা তার উত্তর দিচ্ছে না? সরকারের কাছে এমনই সব প্রশ্ন তুলে ব্যাখ্যা চাইলেন বাম নেতা।

hiring 2.jpeg