নিজস্ব সংবাদদাতা: বিহারের মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন এইচএএম নেতা সন্তোষ কুমার সুমন। এবার তার পদত্যাগের পেছনে বিজেপির হাত রয়েছে কিনা জানতেন চাইলে, সেই বিষয়ে বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছেন, "কেন বিজেপি চাপ দেবে (পদত্যাগ করার জন্য)? আমি চাপে কাজ করি না, আমি দলের স্বার্থে কাজ করব। যদি আমি বিরোধী দলের বৈঠকে আমন্ত্রণ পাই, আমি অবশ্যই অংশগ্রহণ করব"। এছাড়াও পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেছেন, "মহাগঠবন্ধনে, আমরা নীতীশ কুমারকে আমাদের নেতা বলে মনে করি এবং তাকেই মনে করব। কিন্তু গত কয়েকদিন ধরে দলের একীভূতকরণের প্রস্তাব আমাদের সামনে আসছে। এটা আমার একতরফা সিদ্ধান্ত নয়। সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।