/anm-bengali/media/media_files/2025/04/23/1000192486-533427.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলা নিয়ে বলতে গিয়ে এদিন রিচ ম্যাককরমিক একাধিক বিষয় নিয়ে কথা বলেন। তাঁর কথায়, “পাকিস্তানকে সামনে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। তারা কি সীমান্তে তাদের সৈন্য সমাবেশ করবে এবং ভান করবে যে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া দেখানোর জন্য ভারতেরই দোষ? তারা কি বলতে পারে যে এটা কখনোই হওয়া উচিত ছিল না, এবং আমরা কীভাবে সাহায্য করতে পারি? আর এটিই আমাদের ঠিক বলবে যে তারা কোথা থেকে আসছে, তাদের উদ্দেশ্য কী, তারা কী ধরণের দেশ এবং তারা ভবিষ্যতে নিজেদের কীভাবে সংজ্ঞায়িত করে”।
#WATCH | Washington DC | #PahalgamTerroristAttack | "Pakistan has a big choice to make. Are they going to mass their troops at the border and pretend like it's somehow India's fault for reacting to a terrorist attack? Can they say that it should never have happened, and how can… pic.twitter.com/IyBmDJz9Rv
— ANI (@ANI) April 30, 2025