নিজস্ব সংবাদদাতা: সিএএ বিজ্ঞপ্তির বিষয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন বিজেপি বিরোধীরা। এমনই এক প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং। এদিন তিনি বলেন, “সিএএ কী? কাকে নাগরিকত্ব দিতে হবে - তারা এর জন্য একটি আইন এনেছে। কিন্তু এর কোনো প্রয়োজন ছিল না। কেউ চাইলে কেন্দ্র আজও নাগরিকত্ব দিতে পারে। তাই, সিএএ-র কী দরকার ছিল?"
/anm-bengali/media/media_files/2sY4bpyWSYju8ah9Ffby.jpg)
/anm-bengali/media/media_files/JC6n4gbxZpEaYAT11v2X.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
‘সিএএ-র কী দরকার ছিল?’, উত্তর দিলেন কংগ্রেস নেতা
'কেউ চাইলে কেন্দ্র আজও নাগরিকত্ব দিতে পারে'।
File Picture
নিজস্ব সংবাদদাতা: সিএএ বিজ্ঞপ্তির বিষয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন বিজেপি বিরোধীরা। এমনই এক প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং। এদিন তিনি বলেন, “সিএএ কী? কাকে নাগরিকত্ব দিতে হবে - তারা এর জন্য একটি আইন এনেছে। কিন্তু এর কোনো প্রয়োজন ছিল না। কেউ চাইলে কেন্দ্র আজও নাগরিকত্ব দিতে পারে। তাই, সিএএ-র কী দরকার ছিল?"