ভারত, আমেরিকা, চিন, রাশিয়া- কেন সবাই হাত বাড়াচ্ছে চাঁদে?

আজ মহাকাশে ইতিহাস সৃষ্টি করতে চলেছে ভারত। চাঁদের মাটিতে ল্যান্ড করতে চলেছে চন্দ্রযান ৩। কিন্তু কেন চাঁদের প্রতি এত আকর্ষণ? জানুন সেই বিশেষ তথ্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
chanddd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভারত, আমেরিকা, চিন, রাশিয়া- সবার নজরে চাঁদ। প্রাচ্য থেকে পাশ্চাত্য সবাই কেন ঝুঁকছে চাঁদের দিকে? কী আকর্ষণ রয়েছে সেখানে?

জানা গেছে ভবিষ্যতে চাঁদে বিনিয়োগ লাভজনক হতে পারে। চাঁদের বুকে রয়েছে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ। চাঁদের মাটির গভীরে রয়েছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। চাঁদের বুকে টাইটেনিয়াম এবং সিলিকনের অফুরন্ত ভাণ্ডার। চাঁদের মাটিতে রয়েছে হিলিয়াম থ্রি। এটি বর্জ্য ছাড়াই শক্তি উৎপাদন করতে পারে। ২ টন হিলিয়াম থ্রি ভারতে এক বছরের শক্তি উৎপাদন করতে সক্ষম। এছাড়াও চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম জলের সন্ধান পেয়েছিল ইসরো।

impact