/anm-bengali/media/media_files/TsHWYsGbuvdExFFsXpMX.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা প্রসঙ্গে সোমবার রাতে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "তিনি (দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল) আমাদের 'দিদি'র (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ভাই। 'দিদি' তাঁকে যে প্রজ্ঞা দিয়েছেন, তার কারণেই তাঁর উপ-মুখ্যমন্ত্রী জেলে রয়েছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী জেলে যেতে চলেছেন। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেই থাকুক না কেন, তাকে জেলে যেতে হবে। প্রথমে ভাই যাচ্ছে, তারপর 'দিদি' যাবে। আইএনডিআইএ জোটের সব নেতাই চোর।"
#WATCH | Kolkata: On ED summoning CM Arvind Kejriwal, West Bengal BJP President Sukanta Majumdar says, "...He (Delhi CM Arvind Kejriwal) is the brother of our 'didi' (West Bengal CM Mamata Banerjee)...Because of the wisdom that 'didi' has given him, his Deputy Chief Minister is… pic.twitter.com/W0eIF7teI7
— ANI (@ANI) October 30, 2023
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us