সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED! বিপদে অনুব্রত মণ্ডল

গতবছর আগস্ট মাসে গ্রেফতার হওয়া থেকে শুরু করে এত দিন আদালতে অনুব্রতের হয়ে একের পর এক মামলা লড়ছেন আইনজীবীরা। তাঁদের মধ্যে কারুর এক দিনের পারিশ্রমিকই কয়েক লাখ টাকা।

author-image
Anusmita Bhattacharya
26 May 2023 | আপডেট করা হয়েছে 27 May 2023
সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED! বিপদে অনুব্রত মণ্ডল

নিজস্ব সংবাদদাতা: বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি। একসময় 'বীরভূমের বাঘ' এবং শাসকদলের হেভিওয়েট নেতা ছিলেন অনুব্রত মণ্ডল। ইডি, গরু পাচার মামলার চাপে সেই কেষ্টরই কষ্ট এখন পৌঁছেছে চরমে। শুধুমাত্র বোলপুরের পৈতৃক বাড়ি বাদে বুধবার অনুব্রতের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

একাধিক বিষয়ে জোর চৰ্চা শুরু হয়েছে এবার। অনেকেই আবার বলছেন নিজের এই দুঃসময়ে দলকে পাচ্ছেন না নাকি পাশে। গরু পাচার মামলায় অনুব্রতর প্রথম সারির সব আইনজীবীর খরচই কে বা কারা জোগাবে? এটাই এখন বড় প্রশ্ন। এখন আসানসোল, কলকাতা হাই কোর্ট, দিল্লির আদালতে অনুব্রতের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। সম্প্রতি গরু পাচার মামলায় তদন্তে অসহযোগিতার অভাবে গ্রেফতার করা হয় মেয়েকেও।