দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন?

দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) কে হবেন তা নিয়ে চর্চা তুঙ্গে। বিজেপির নবনির্বাচিত বিধায়কদের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।

author-image
Jaita Chowdhury
New Update
xdsafsfsefffg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) কে হবেন তা নিয়ে চর্চা তুঙ্গে। বিজেপির নবনির্বাচিত বিধায়কদের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। ১৯ ফেব্রুয়ারি জানা যাবে চূড়ান্ত নাম। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, এই পদে আসতে পারেন প্রবেশ বর্মা(pravesh verma), প্রাক্তন বিরোধী নেতা বিজেন্দ্র গুপ্ত, বিধায়ক রেখা গুপ্ত, সতীশ উপাধ্যায়, আশীষ সুদ ও জিতেন্দ্র মহাজনের মধ্যে কেউ একজন।