কে হবে প্রধানমন্ত্রী মুখ, ইন্ডিয়া জোটে কি শুরু হল দ্বন্দ্ব? প্রকাশ্যে ভিডিও

ইন্ডিয়া জোটে কি প্রধানমন্ত্রীর মুখ নিয়ে শুরু হল দ্বন্দ্ব?

author-image
Aniket
New Update
Pow0Dn3H2jyzB0ciOeOi (1)2

File Picture

নিজস্ব সংবাদদাতা: শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবার ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, "এটা প্রধানমন্ত্রীর পদের লড়াই নয়। আমরা কী বলতে চাইছি তা কংগ্রেস বুঝতে পারছে না। রাহুল গান্ধী এই জাতির নেতা এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান তাকে স্বাগত জানানো হবে। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে এবং মল্লিকার্জুন খাড়গের মতো আরও অনেক মুখ রয়েছে, তাই কারও নাম নেওয়া অপরাধ। আমরা যদি আমাদের দলের নেতার নাম নিই, তাহলে তাতে দোষ কী?” আর সঞ্জয় রাউতের এই বার্তাকে কেন্দ্র করেই অনেকেই প্রশ্ন তুলছেন ইন্ডিয়া জোটে কি প্রধানমন্ত্রীর মুখ নিয়ে তাহলে শুরু হল দ্বন্দ্ব? 

 

Add 1

 INDIA Alliance