File Picture
নিজস্ব সংবাদদাতা: একটা নাম – ‘অপারেশন সিন্দুর’। একদিকে নারীর মঙ্গলচিহ্ন, অন্যদিকে জঙ্গিদের ধ্বংসের বার্তা। বৈসরণ ভ্যালির বীভৎস গণহত্যার পর ভারতীয় সেনার পাল্টা অভিযানে গোটা বিশ্ব চমকে গিয়েছিল। আর এই অপারেশনের নাম ও লোগো এখন দেশের গর্বের প্রতীক হয়ে উঠেছে।
তবে আপনি কি জানেন, এই লোগোর নেপথ্যে রয়েছেন দুই সেনা জওয়ান? মাত্র ৪৫ মিনিটে তৈরি করা হয়েছিল সেই লোগো, যা আজ ভারতের প্রতিরোধ আর প্রতিশোধের অমোঘ প্রতীক।
কাশ্মীরের বৈসরণ ভ্যালিতে জঙ্গিদের নারকীয় হামলায় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হত্যাকাণ্ড চলেছিল। স্ত্রীদের চোখের সামনে এক এক করে গুলি করে হত্যা করা হয়েছিল স্বামীদের। কেউ কেউ আবার স্বামীকে বাঁচাতে কপালের সিঁদুর মুছে দিয়েছিল। ধর্মের ভিত্তিতে হত্যা, সারা দেশের মানুষের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল।
/anm-bengali/media/media_files/2025/05/27/qRrxRM3PZuEkmlunWUUo.webp)
এই ঘটনার বদলা নিতে ভারতীয় সেনা চালায় "অপারেশন সিন্দুর”, যার মাধ্যমে - পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় ১০০-রও বেশি জঙ্গির মৃত্যু হয়। ধ্বংস করা হয় লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার।
সেই ‘অপারেশন সিন্দুর’-এর লোগো ডিজাইন করেন - লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিং। মাত্র ৪৫ মিনিটে তাঁরা তৈরি করেন এই শক্তিশালী প্রতীক। লোগোয় "SINDOOR" শব্দে দু’টি ‘O’-এর মধ্যে একটি দেখানো হয়েছে সিঁদুরের কৌটো হিসেবে। আর আরেকটি ‘O’ থেকে সিঁদুর ছড়িয়ে পড়ছে; যা প্রতীকী ভাবে বোঝানো হয়েছে নারীর সম্মানহানির যন্ত্রণাকে। আর সেটার বার্তা ভারত পাকিস্তানকে কি দিতে চেয়েছিল সেটা এখন ১৪০ কোটি ভারতীয়ই জানে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us