নাড্ডার উত্তরসূরী কে? সিদ্ধান্ত নেবেন মোদী-ভাগবত

আসন্ন বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi naddaa.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের নেতৃত্ব পরিবর্তনের পথে বিজেপি? এমনই জল্পনা উস্কে দিয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই বিজেপি পেতে পারে নতুন কেন্দ্রীয় সভাপতি। এর পাশাপাশি, তিন রাজ্যের সভাপতি ও জাতীয় কাউন্সিল সদস্য নির্বাচনও সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

বিজেপির নিয়ম অনুযায়ী, "এক ব্যক্তি, এক পদ"— অর্থাৎ, এক নেতা একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না। গত বছর লোকসভা নির্বাচনের পরে জগৎ প্রকাশ নাড্ডাকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করা হয়। কিন্তু তার পরও তিনি এখনও পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। প্রায় এক বছর ধরে তিনি দু'টি গুরুত্বপূর্ণ পদে বহাল, যা দলীয় নিয়মবিরুদ্ধ।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল নতুন সভাপতি নির্বাচনের বিষয়ে, তবে এবার দল সিদ্ধান্ত নিতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলের ধারণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের মধ্যে আসন্ন বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

RSS-Chief-Bhagwat-Meets-PM-Modi-After-Pahalgam-Terror-Attack

এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনে আরএসএসের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় নিয়ম অনুযায়ী, অন্তত অর্ধেক রাজ্যের সভাপতি নির্বাচন শেষ না হলে কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করা যায় না। এখনও পর্যন্ত ১৪টি রাজ্যে নতুন সভাপতি ও ৩৭ জন রাজ্য ইউনিট সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯ রাজ্যে প্রক্রিয়া শেষ হলেই কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা হতে পারে।

বিজেপির পরবর্তী কেন্দ্রীয় সভাপতি কে হবেন তা নিয়ে দলীয় অভ্যন্তরে উত্তেজনা তুঙ্গে। একাধিক নাম ঘুরপাক খেলেও, শেষ কথা বলবে মোদী-ভাগবত বৈঠক। নতুন সভাপতির নাম ঘোষণা হলে তা দলের আগামী রণকৌশল ও সংগঠনের গতিপথে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।