কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? কি জানালেন পর্যবেক্ষক?

কর্ণাটকে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? এটাই বর্তমানে বড় প্রশ্ন। রিপোর্ট নিয়ে বার্তা দিলেন পর্যবেক্ষক। 

author-image
Aniket
New Update
congress.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে বর্তমানে গোটা দেশ জুড়ে কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। গতকাল কর্ণাটকের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক হয়েছে। ইতিমধ্যেই নেওয়া হয়েছে রিপোর্ট। এইবার এই বিষয়ে জানালেন, এআইসিসি পর্যবেক্ষক ভানওয়ার জিতেন্দ্র সিং। রাজ্যের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়ে বেঙ্গালুরুতে এআইসিসি পর্যবেক্ষক ভানওয়ার জিতেন্দ্র সিং বলেন, "কর্ণাটকে আমরা সমস্ত বিধায়কের মতামত নিয়েছি। রাত ২ টো পর্যন্ত বৈঠক চলে। আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি এবং এটি কংগ্রেস সভাপতির কাছে জমা দেব"।