‘গুড় কে গোবর করা’, কংগ্রেসকে নিশানা করে কটাক্ষ নির্মলার

রাজ্যসভায় সাদা কাগজ পেশ করার সময় কংগ্রেসকে নিশানা করে বক্তব্য পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

author-image
Probha Rani Das
New Update
nirmla sitraam.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভায় সাদা কাগজ পেশ করেছে মোদী সরকার। রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, “বারবার আমাদের দিকে পরিসংখ্যান ছুঁড়ে দেওয়া হয় মুদ্রাস্ফীতি এটা, মুদ্রাস্ফীতি ওটা। আমি শুধু তুলে ধরতে চাই, অটলবিহারী বাজপেয়ীর এনডিএ সরকারের শেষ বছরে মুদ্রাস্ফীতি ৪ শতাংশের নিচে ছিল। 'গুড় কো গোবর করা'-এর উপর তাঁদের দখলদারিত্ব রয়েছে। ২০০৪ সালে যখন প্রধানমন্ত্রী বাজপেয়ীর এনডিএ সরকার মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের নিচে রেখে তা আপনাদের হাতে তুলে দিয়েছিল, তখন আপনি তা দিয়ে কী করেছিলেন? অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বেপরোয়া রাজস্ব নীতি, অসৎ ভর্তুকি, অপচয় ব্যয়, সবই রাজনৈতিক লাভের জন্য করা হয়েছে।” 

স্ব

স

স