হোয়াইট নাইট কর্পস-এর সাফল্য, রাজৌরির ভয়াল রূপ থেকে প্রাণে বাঁচালো নাবালককে

এই উদ্ধার অভিযান আগামীদিনেও চলবে বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rajouri area

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি কার্যত ভয়ের রূপ নিয়েছে। ইতিমধ্যেই সেই এলাকায় আটকে পড়েছে বহু মানুষ। আর তাদের উদ্ধারে নেমেছে হোয়াইট নাইট কর্পস।

তারা এদিন টুইট করে জানিয়েছে, "রাজৌরিতে প্লাবিত নদীর ক্রমবর্ধমান জলের মধ্যে আটকে পড়া এক নাবালক ছেলেকে উদ্ধার করতে ভারতীয় সেনাবাহিনী, এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করেছে"। আর তাদের এই উদ্ধার অভিযান আগামীদিনেও চলবে বলে জানা যাচ্ছে।

GwiYAmYaYAAObCl