“লালুর ছেলে হোক বা সোনিয়া গাঁধীর ছেলে—কেউ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হবেন না”—কটিহারের জনসভায় অমিত শাহের তোপ

“পাটনায় নীতীশ কুমার মুখ্যমন্ত্রী, দিল্লিতে মোদী প্রধানমন্ত্রী—আর কোনও পদ খালি নেই”—বিরোধীদের পারিবারিক রাজনীতিতে কটাক্ষ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-08 2.32.39 PM

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের প্রচারে গিয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আজ কটিহারে এক জনসভায় কংগ্রেস ও আরজেডি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি বলেন, “ওরা (কংগ্রেস-আরজেডি) শুধু নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার কাজ করেছে। লালু যাদব চান তাঁর ছেলে মুখ্যমন্ত্রী হোক, আর সোনিয়া গাঁধী চান তাঁর ছেলে প্রধানমন্ত্রী হোক।”

শাহ স্পষ্ট ভাষায় বলেন, “আমি ওদের দুজনকেই বলতে চাই—না লালুর ছেলে মুখ্যমন্ত্রী হবে, না সোনিয়ার ছেলে প্রধানমন্ত্রী হবে। কারণ পাটনায় মুখ্যমন্ত্রীর চেয়ারে নীতীশ কুমার বসে আছেন, আর দিল্লিতে প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদী আছেন। অন্য কারও জন্য কোনও জায়গা খালি নেই।” তিনি আরও যোগ করেন, “বিহারের মানুষ আর পারিবারিক রাজনীতি চায় না। তারা চায় উন্নয়ন, সুশাসন ও স্থিতিশীল নেতৃত্ব। আর সেটা কেবল এনডিএ সরকারই দিতে পারে।”