/anm-bengali/media/media_files/PVWl9QEvVRTdwhyfpi5X.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার মৌসম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal) মোচা (Mocha) তৈরি হওয়ার পর তা কোন পরিস্থিতিতে, কোন দিকে এগোতে পারে তা নিয়ে। তবে সবটাই পূর্বাভাস। ১০০ শতাংশ নিশ্চিত করে কিছু বলা যাবে না এই বিষয়ে। সোমবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ১০ মে, বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ থেকে তৈরি হবে ঘূর্ণিঝড় (Cyclone) মোচা। ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে বলে অনুমান। ১১ মে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিমেই থাকবে সেই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবারের পর আচমকা উল্টো দিকে বাঁক নিতে পারে। এগোতে পারে বাংলাদেশ (Bangladesh), মায়ানমার (Myanmar) উপকূলের দিকে।
/anm-bengali/media/media_files/8aX9A9pjFFasrm5nbYxa.jpg)
মঙ্গলবার আন্দামানে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজকের তুলনায় কাল দুর্যোগ বাড়তে পারে। মোচা সংক্রান্ত লেটেস্ট আপডেট জানতে ক্লিক করুন এখানে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us