/anm-bengali/media/media_files/ZwGJ97NNA6vbnaCI5Ur7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেত্রী অপরাজিতা সারঙ্গি বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার যখন তাদের ইশতেহারে কিছু কাজ করার প্রতিশ্রুতি দেয়, তখন এর অর্থ তারা তা করার প্রতিশ্রুতি দেয়। সুভদ্রা যোজনার অঙ্গ হিসেবে আমরা মহিলাদের ৫০ হাজার টাকার ভাউচার দেব। ধান তোলার সময় কৃষকরা যে সমস্ত সমস্যার মুখোমুখি হন তা দূর হয়ে যাবে। কৃষকদের ধান কেনার সময় কুইন্টাল প্রতি ৩১০০ টাকা দেওয়া হবে। সর্বত্র কোল্ড স্টোরেজ গড়ে উঠবে। ওড়িশায় গৃহস্থালি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে হবে কারণ সৌর প্যানেল যা সমস্ত বাড়ির ছাদে স্থাপন করা হবে। যতটুকু বাড়তি বিদ্যুৎ উৎপাদন হবে, তা সরকার কিনে নেবে। ৭৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে।"
#WATCH | Bhubaneswar, Odisha: BJP leader Aparajita Sarangi says, "... When the government led by PM Narendra Modi commits to certain works in its manifesto, it means they promise to do it. As part of the Subhadra Yojana, we would give Rs 50000 worth of vouchers to women. All the… pic.twitter.com/8kpgkct6MV
— ANI (@ANI) May 5, 2024