/anm-bengali/media/media_files/Cvaz29r85xEj5rNNA9Af.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: দেশে অপরাধের মূল জায়গা হয়ে উঠছে রাজধানী দিল্লি, এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তিনি এক সাক্ষাৎকারে জানান, গত কয়েক মাস ধরে দিল্লিতে যা যা ঘটেছে, তারপর দিল্লিকে আর ভারতের রাজধানী বলা যাচ্ছে না। তাঁর মতে, দিল্লি এখন 'অপরাধ'-এর রাজধানী হয়ে উঠেছে।
"যে ভাবে দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে, চুরি, ডাকাতি হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি হচ্ছে, তাতে দিল্লি এখন ক্রাইম ক্যাপিটাল হয়ে গিয়েছে", বলেন প্রমোদ তিওয়ারি। তিনি আরও জানান, এই ধরণের অপরাধ যাতে বন্ধ হয়, সেদিকে নজর দিতে হবে, কারণ দেশের আইন-শৃঙ্খলা কেন্দ্রের অধীনে। তাই তাদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান কংগ্রেস নেতা।
#WATCH | "This is true that Delhi has become the crime capital of India. The law and order is under centre and they must insure it. Steps need to be taken to improve it by the Centre," says Congress leader Pramod Tiwari pic.twitter.com/jjWoEaXnzb
— ANI (@ANI) June 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us