অপরাধের কেন্দ্রবিন্দু যখন রাজধানী

ভারতের রাজধানী নয়, অপরাধের রাজধানী হয়ে উঠছে দিল্লি, জানালেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তাঁর মতে, দিল্লিতে যে ভাবে খুনের ঘটনা বাড়ছে, মহিলাদের উপর শ্লীলতাহানির ঘটনা বাড়ছে, তাতে দিল্লি ধীরে ধীরে অপরাধের রাজধানী হয়ে উঠছে। 

author-image
Ritika Das
New Update
promod.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: দেশে অপরাধের মূল জায়গা হয়ে উঠছে রাজধানী দিল্লি, এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তিনি এক সাক্ষাৎকারে জানান, গত কয়েক মাস ধরে দিল্লিতে যা যা ঘটেছে, তারপর দিল্লিকে আর ভারতের রাজধানী বলা যাচ্ছে না। তাঁর মতে, দিল্লি এখন 'অপরাধ'-এর রাজধানী হয়ে উঠেছে। 

"যে ভাবে দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে, চুরি, ডাকাতি হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি হচ্ছে, তাতে দিল্লি এখন ক্রাইম ক্যাপিটাল হয়ে গিয়েছে", বলেন প্রমোদ তিওয়ারি। তিনি আরও জানান,  এই ধরণের অপরাধ যাতে বন্ধ হয়, সেদিকে নজর দিতে হবে, কারণ দেশের আইন-শৃঙ্খলা কেন্দ্রের অধীনে। তাই তাদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান কংগ্রেস নেতা।