/anm-bengali/media/media_files/IA7FpGEUWsfhOpLmh1uG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে ফের জোরদার রাজনৈতিক তৎপরতা। সংসদের বিশেষ অধিবেশনের দাবিকে কেন্দ্র করে আগামীকাল ও পরের সপ্তাহে হতে চলেছে দুই গুরুত্বপূর্ণ বৈঠক। এই দুই বৈঠকের মধ্যেই স্পষ্ট হতে চলেছে কেন্দ্র-বিরোধী টানাপোড়েনের নতুন অধ্যায়।
‘অপারেশন সিঁদুর’ এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন রাহুল গান্ধী। একই দাবিতে সোচ্চার হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়া ব্লক আগামীকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসতে চলেছে। সেখানে কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী দল বিশেষ অধিবেশন নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরির কৌশল স্থির করতে পারে।
অন্যদিকে, একই সময় কেন্দ্রও প্রস্তুতি নিচ্ছে বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার জন্য। সূত্রের খবর, বিদেশ সফর সেরে দেশে ফিরে আসার পরেই প্রধানমন্ত্রী মোদী নিজে বৈঠকে বসবেন। এই প্রতিনিধি দল সম্প্রতি সিঁদুর ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে আন্তর্জাতিক মঞ্চে গিয়েছিল।
বৈঠকের আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ওই সফরের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এরপর প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে ‘অপারেশন সিঁদুর’-এর প্রেজেন্টেশন দেবেন বিদেশমন্ত্রী।
এই দুই বৈঠক — একদিকে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস, অন্যদিকে কেন্দ্রের কৌশলগত বৈঠক — স্পষ্ট করে দিচ্ছে, ‘অপারেশন সিঁদুর’ কেবল একটি সেনা অভিযান নয়, তা দেশের রাজনৈতিক আবহে এক গুরুত্বপূর্ণ মোড়ও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us