লোকসভা ভোট কবে? দিনক্ষণ ঘোষণা নেতার

এপ্রিম মাসেই দেশে লোকসভা ভোটের দামামা বেজে যাবে?

author-image
SWETA MITRA
New Update
LOKSABHASS.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালেই লোকসভা ভোট (Loksabha Vote 2024) হওয়ার কথা রয়েছে। যদিও এখনও অবধি কোনওরকম দিনক্ষণ ঘোষণা হয়নি। যদিও এসবের মাঝেই এবার এই ভোটের কার্যত দিনক্ষণ ঘোষণা করে দিলেন রাজনৈতিক নেতা। বীরভূমের বিজেপি নেতা সুজিত দাস দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি যতটুকু খবর পেয়েছি আগামী ১০ এপ্রিম থেকে ১৫ মে-র মধ্যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট আট দফায় এই নির্বাচন হতে চলেছে। প্রতিটি দফার নির্বাচনে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন থাকবে। তবে দু একদিনের হয়তো হেরফেরও হতে পারে।‘