/anm-bengali/media/media_files/2025/08/01/election-commission-a-2025-08-01-11-17-35.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ছট পুজোর পরই হবে ভোটগ্রহণ। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ২৪৩টি আসনে ২ দফায় ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।
প্রথম দফায় ১২১টি আসনে ভোট হবে ৬ নভেম্বর, আর দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। একই দিনে দেশের আরও ৮টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। সব ভোটের ফল প্রকাশ করা হবে ১৪ নভেম্বর।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বিহারে এবার মোট ভোটার সংখ্যা ৭.৪২ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার ৩.৯২ কোটি এবং মহিলা ভোটার ৩.৫ কোটি। প্রথমবার ভোট দেবেন প্রায় ১৪ লক্ষ নতুন ভোটার। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪৮ লক্ষ নাম।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/hrLrfojUYvMxYMUYNzIv.jpg)
ছট পুজো উপলক্ষে ভোটের সময়সূচি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল রাজনৈতিক দলগুলি, কারণ এই সময়ে ভিনরাজ্যে কর্মরত বহু মানুষ বিহারে ফিরে আসেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই ছট পুজো শেষে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই বিহারে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। রাজনৈতিক দলগুলি এখন জোরকদমে প্রচারে নামতে চলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us