BREAKING: ব্যারেল প্রতি তেলের দাম হবে ২০০ ডলার ! রাশিয়ার থেকে ভারত তেল না কিনলে বিপদে পড়বে গোটা পৃথিবী

কেন বিপদে পড়বে গোটা পৃথিবী ?

author-image
Debjit Biswas
New Update
modi putin.jpg

নিজস্ব সংবাদদাতা : ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের বাজারে এক মারাত্মক অস্থিরতা দেখা দিতে পারে। সূত্র অনুযায়ী, এরফলে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছে যেতে পারে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞার মুখে রাশিয়া কম দামে তেল বিক্রি শুরু করে। এই সুযোগেই ভারত রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা হয়ে ওঠে, যা বিশ্বব্যাপী তেলের সরবরাহ ও দামের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন এই ভারসাম্য নষ্ট হলে বিপদে পড়বে গোটা পৃথিবী। 

modi putinq1.jpg