BREAKING : কার্গিলের মতোই ভুল আবার করলেন আসিম মুনির ! বড় দাবি করলেন ভারতের প্রাক্তন হাই কমিশনার

সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করবেন আসিম মুনির ?

author-image
Debjit Biswas
New Update
ASIM MALIK

নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে বড় দাবি করলেন ভারতের প্রাক্তন হাই কমিশনার (পাকিস্তান) জি পার্থসারথি। তিনি বলেন,''যখন আমি পাকিস্তানে ছিলাম, তখন পারভেজ মুশাররফ হিমালয়ের উঁচু পাহাড় দখল করে, কার্গিল যুদ্ধ শুরু করেন। আমরা তখন ওদের পাহাড় থেকে হটিয়ে শিক্ষা দিয়েছিলাম। এখন জেনারেল আসিম মুনির সেই একই ভুল করছেন।”

asim2

এরপর তিনি বলেন,''মুশাররফও এমন ভুল করার পরেই সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছিলেন। এবারও পাকিস্তানের সেনা মুখ পেতে মার খাচ্ছে এবং মুনিরকেও অপদস্থ হতে হচ্ছে। আশা করি এবার অন্তত পাকিস্তানের সরকার টিকে যাবে।''