বিরোধীদের জবাব দিয়ে ‘ভিক্ষিত ভারত’ কি বোঝালেন অর্থমন্ত্রী

'গ্রামের মহিলা ব্যবসায়ীও QR code ব্যবহার করতে পাচ্ছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bjpnirmala.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিশাখাপত্তনমের GITAM-এ 'ভিক্ষিত ভারতের অ্যাম্বাসডর'-হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন বলেন, “২০২৩-২৪ সালে ভারত থেকে আয়তনের ভিত্তিতে ১৩১ বিলিয়ন লেনদেন হয়েছে যার ফলে ২০০ লক্ষ কোটি টাকা মূল্যের লেনদেন হয়েছে ইউপিআই-এর মাধ্যমে৷ আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী একসময় জিজ্ঞেস করেছিলেন, যে কেন আমরা ডিজিট্যাল ট্রানজেকশনের ওপর বেশি জোর দিচ্ছি? আপনি কি মনে করেন আমাদের সেই শক্তি রয়েছে? আপনি কি মনে করেন প্রত্যেকটা গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে গেছে? আপনি কি মনে করেন গ্রামের সাধারণ মহিলা ইউপিআই ব্যবহার করতে পারবে? হ্যাঁ, এখন এই সবকিছু বাস্তব হয়েছে। গ্রামের মহিলা ব্যবসায়ীও QR code ব্যবহার করতে পাচ্ছে। তারাও ইউপিআই ট্রানজেকশনের মাধ্যমে ব্যবসা করছে। আর এটাই ভিক্ষিত ভারতের সাফল্য”।

nirmala sitharamanans.jpg

rtyuiolkp

Add 1