Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/yemsZnrCqZ4Sohr3imXN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এক সপ্তাহ কেটে গিয়েছে ওড়িশার অভিশপ্ত ট্রেন দুর্ঘটনার। এই ভয়াবহ কাণ্ড ২৮৮ জনের প্রাণ কেড়ে নিল। জানা গেছে যে ৮০ জনের দেহ এখনও মর্গ থেকে শনাক্ত করাই যায়নি। এদিকে, তারই মাঝে ওড়িশার বালাসোরে দুর্ঘটনাস্থল থেকে ভেসে আসছে দুর্গন্ধ। কী থেকে এই দুর্গন্ধ তৈরি হচ্ছে? তাহলে কি যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসের নিচে এখনও দেহ কিছু পড়ে আছে? জবাব দিল রেল।
রেল জানিয়েছে, ওই পচা গন্ধ মানব শরীরের নয়। তা আসছে ওই জায়গায় পড়ে থাকা কিছু পচা ডিম থেকে। এনডিআরএফের তরফে ২ বার তল্লাশি চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us