/anm-bengali/media/media_files/QRAIqw12jG0iR3iUqCPP.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহের ১৫ জুন, বৃহস্পতিবার ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল হয় গুজরাটে। সারা রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। যার জেরে ভারী বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। ঝোড়ো হওয়ার দাপটে রাস্তার উপরে ভেঙে পড়েছে বড় গাছ। ফলে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে রাজ্যের বেশ কিছু শহরে।
রাজ্যের বেশ কিছু জেলায় এখনও জমে রয়েছে জল। ডুবে গিয়েছে বাড়িঘর। ব্যাহত হয়েছে জনজীবন। ঘূর্ণিঝড় পরবর্তী গুজরাটের পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সে রাজ্যে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে এলাকা পরিদর্শনে বের হন।
শনিবার গুজরাটের কচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ওই এলাকাগুলিতে ঝড়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাও খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন হেলিকপ্টারে করে এলাকা পরিদর্শন করেন অমিত শাহ।
Union Home Minister Amit Shah along with Gujarat CM Bhupendra Patel conducted an aerial survey of areas affected due to #CycloneBiporjoy, in Kachchh, Gujarat pic.twitter.com/cj52qtdFKU
— ANI (@ANI) June 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us