অপসারণ বিল নিয়ে কি বলছেন সমাজবাদী পার্টির সাংসদ?

বিজেপি তাদের রাজনৈতিক ভিত্তি পিছলে যেতে দেখছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: গুরুতর ফৌজদারি অভিযোগে আটক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের অপসারণ বিল নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান। এদিন তিনি বলেন, "এটাও আমাদের দেশের বাস্তবতা যে মিথ্যা মামলায় ব্যবস্থা নেওয়া হয়। মাত্র ৩০ দিনের মধ্যে কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার এত তাড়াহুড়ো কীসের? সেটা SIR হোক, ভোট চুরি হোক, অথবা এই সংশোধনী বিল, এগুলো সবই একটি পরিকল্পনার অংশ কারণ বিজেপি তাদের রাজনৈতিক ভিত্তি পিছলে যেতে দেখছে। তারা বিশ্বাস করে যে এই ধরনের নিয়ম নীতি এনেই তারা ক্ষমতা ধরে রাখতে পারবে"।