‘মনে হল যেন মিসাইল পড়ল’, প্রত্যক্ষদর্শীদের এই কথায় দিল্লির বিস্ফোরণ আরও আতঙ্কের হয়ে উঠছে!

'দেখি আকাশে বড় আগুনের গোলা। গোটা বাড়ি দুলে উঠেছিল'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
delhi-blast

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজধানী দিল্লির হৃদয়স্থলে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার ভর সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে আচমকা বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাতে একাধিক দোকান ও বাড়ির অংশ ভেঙে পড়েছে। আগুন ধরে গেছে ৬-৭টি গাড়িতে। এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গিয়েছে। আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে, অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বিস্ফোরণের সময় এলাকায় সাধারণ মানুষের ভিড় ছিল যথেষ্ট। ফলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে চারিদিকে। প্রত্যক্ষদর্শীর বয়ান, “আমি ছাদে ছিলাম। হঠাৎই অতি জোরের শব্দ। দেখি আকাশে বড় আগুনের গোলা। গোটা বাড়ি দুলে উঠেছিল। সঙ্গে সঙ্গে নীচে নেমে আসি”। অন্য একজনের কথায়, “শব্দটাতে মনে হয় যেন মিসাইল পড়ল। সোফা নড়ে গেল। বাইরে এসে দেখি একাধিক গাড়ি জ্বলছে”।

delhi-blast1

আরও এক দোকানদার এই প্রসঙ্গে বলেন, “আমার দোকান ২০০ মিটার দূরে। বিস্ফোরণে দোকান কেঁপে ওঠে। দেখি পুলিশ দৌড়ে লোকজনকে উদ্ধার করছে”।

পুলিশ ও NDRF ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। সব দিকই খতিয়ে দেখছে তদন্তকারী দল। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সম্পূর্ণ দিল্লিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।